সেরা-ম্যাচ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সেরা-ম্যাচ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দ্যা রক! WWE তথা প্রো-রেসলিং জগতের এক আইকনিক নাম। যাকে বলা হয় 'The most ELECTRIFYING man in sports entertainment'!


রক যেমন ছিলেন তার মাইক স্কিলে অনবদ্য, তেমনি গিমিক প্লেয়িংয়ে দুর্ধর্ষ। 'রকy Maivia' নামে ডেবিউ করার পর থেকে 'Nation of Domination' এর নেতা, 'Corporate Rock', "The People's Champ" থেকে 'Hollywood Rock' সবগুলো গিমিকেই ছিলেন তিনি সফল। কিন্তু প্রশ্ন যখন আসে সেরা গিমিকের, তখন আমি কোনটিকে বেছে নিবো? "The People's Champ" নাকি 'Hollywood Rock' কে?


দ্যা রকের কোন গিমিকটি সেরা- 'People's Champ' না 'হলিউড রক'?

Survivor Series! এই শব্দ দুটি শুনলেই আমাদের সামনে ভেসে উঠে দুইটি দলের চিত্রপট! মনে পড়ে যায় Raw Vs SmackDown এর লড়াইয়ের কথা! Survivor Series এমন একটি ইভেন্ট, যার অনেক স্মৃতি মনের মধ্যে গেঁথে থাকার কথা। ঠিক তার মধ্যেই একটি ২০১৪ সালের Survivor Series এর Team Cena ও Team Authority এর মধ্যকার '৫ vs ৫ Traditional Survivor Series' ম্যাচ, যার পদে পদে ছিলো নানান চমক!

• The History :


Seth Rollins, Randy Orton ও Kane কে নিয়ে Authority তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে থাকে। October ২৭, ২০১৪ এর এপিসোডে Triple H ও Stephanie McMahon, John Cena কে Authority তে যোগদান করতে বলেন। কিন্তু Cena প্রত্যুত্তরে না বলে দেন। তখন Triple H বলেন, "You can't face the future. Future will run through you." এই বলে তিনি John Cena কে এমন ৪ জনকে খুঁজে বের করতে বলেন, যারা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে, Authority এর বিরুদ্ধে গিয়ে Survivor Series এ লড়াই করবে। 

স্মৃতিচারণ : সারভাইবর সিরিজ ২০১৪ এবং Sting এর ডেবিউ।

হিল, ইংরেজি এই শব্দের বাংলা পারিভাষিক অর্থ দাঁড়ায়  গোড়ালি। তবে, পেশাদার রেসলিং এ হিল শব্দটির অর্থ অনেক বিস্তৃত এবং সমাদৃত।  আমরা  রেসলিং ফ্যানরা সবাই কম-বেশি হিল শব্দটির সম্পর্কে পরিচিত। তবুও, বিষয়টিকে একটু ভেঙে এবং পরিষ্কার ভাবে উপস্থাপন করা যাক-

হিল বলতে এমন একজন রেসলারকে বোঝায় যিনি খারাপ চরিত্র উপস্থাপনা করেন। সোজা কথায় বলতে দর্শকদের কাছ থেকে যারা নেগেটিভ রিয়্যাকশন পায় তারাই হিল! রেসলিং এ হিল টার্মটা সর্বপ্রথম ১৯১৪ সালে Lucha Libre প্রোমোশন এ ব্যবহার করা হয়, স্প্যানিশে যাকে বলে "Rudo"।

প্রো-রেসলিং এ Heel দের মাহাত্ব!

আসল নাম

Paul Donald Wight II

জন্মদিন

৮ ফেব্রুয়ারি, ১৯৭২

জন্মস্থান

Aiken, South Carolina, US

বাসস্থান

Tampa, Florida, US

উচ্চতা

৭ ফুট (২.১৩ মি)

ওজন

১৭৪ কেজি (৩৮৩ পাউন্ড)

ট্রেনারস

Larry Sharpe, Thrasher

অভিষেক

৩ ডিসেম্বর, ১৯৯৪


Paul Donald Wight II নামে জন্মগ্রহণ করা বিগ শো হলেন একজন আমেরিকান প্রফেশনাল রেসলার, অভিনেতা এবং টেলিভিশন হোস্ট। তিনি সবথেকে বেশী খ্যাত হয়েছিলেন World Wrestling Entertainment (WWE) এর হয়ে কাজ করে, তিনি সেখানকার সবথেকে বেশী জনপ্রিয় এবং স্বীকৃত রেসলারদের মধ্যে একজন ছিলেন। ৭ ফিটের উচ্চতা এবং ৪০০ পাউন্ডের ওজনের সাথে এই দানব প্রফেশনাল রেসলিং ইতিহাসের সবচেয়ে মহান 'Big men' দের মধ্যে অন্যতম ছিলেন। এই পোস্টে আমরা তার রেসলিং ক্যারিয়ার সহ জীবনের বিভিন্ন অধ্যায়ের ব্যাপারে জানবো।

Paul Wight : পল ওয়াইট

WWE এর ইতিহাসে যদি রুকি রেসলার হিসাবে কেউ সবথেকে বেশী নাম করে থাকে তাহলে সে হল ব্রক লেসনার। সে রেসলিং ইন্ডাস্ট্রির সমস্ত বড় স্টারদের সঙ্গেই ম্যাচ খেলেছে এবং প্রায় সকলকেই পরাজিত করেছে কিন্তু একজন রেসলারের সঙ্গে সে এখনও পর্যন্ত কোন ম্যাচ খেলেনি, তিনি হলেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন।


এই ব্যাপারে সম্প্রতি ব্রক বলেছেন - "আমি হাল্ক হোগানের সঙ্গে রেসলিং করেছি, আপনারা জানেন আমি দ্যা রক, দ্যা আন্ডারটেকার, রিক ফ্লেয়ার সকলের সাথেই রেসলিং করেছি কিন্তু স্টিভ অস্টিনের সাথে করার সুযোগ পায়নি যেটা নিয়ে আমি এখনও পর্যন্ত চিন্তা করি।" আপনারা জানলে অবাক হবেন অস্টিনও কিছু সময় আগে ব্রকের সঙ্গে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

অস্টিন লেসনারের সাথে ম্যাচ না খেলতে WWE ত্যাগ করেন!

২০০৩ সালে ট্রিপল এইচ একটা ফ্যাকশন তৈরি করার নির্ণয় নিলে জন্ম নেই WWE ইতিহাসের অন্যতম সেরা ফ্যাকশনের মধ্যে একটি "ইভোলিউশন"। এই গ্রুপের সদস্যরা ছিলেন দ্যা গেম ট্রিপল এইচ নিজে, নেচার বয় রিক ফ্লেয়ার, দ্যা ভাইপার র‍্যান্ডি অরটন এবং দ্যা অ্যানিম্যাল খ্যাত বাতিস্তা। এই গ্রুপের প্রত্যেকেই তখন WWE এর মুখ্য ভূমিকায় ছিলেন ফলে গ্রুপটি আগামী কয়েক বছর ধরেই রাজত্ব করে যায়।


মনে করা হয় এভোলিউশনের আইডিয়াটা এসেছিল আগেকার একটা রেসলিং স্টেবল 'The Four Horsemen' থেকে, যার ৪ মেম্বারের মধ্যে একজন ছিলেন রিক ফ্লেয়ার নিজেই। ইভোলিউশনের লিডার ছিলেন ট্রিপল এইচ, মেন্টর ছিলেন রিক ফ্লেয়ার এবং বাকি দুই যুবক র‍্যান্ডি ও বাতিস্তা ছিল WWE এর আগামী প্রজন্মের প্রতীক। অর্থাৎ এই গ্রুপের মধ্যে রেসলিং এর ৩ টি জেনারেশন একত্রে ছিল অতীত- রিক, বর্তমান- ট্রিপল এইচ এবং ভবিষ্যৎ- র‍্যান্ডি এবং বাতিস্তা। এই কারণেই গ্রুপটার নাম ছিল ইভোলিউশন যার অর্থ হল বিবর্তন।

Evolution যেভাবে WWE কে চিরতরে বদলে দিয়েছিল!

আপনারা অনেকেই হয়তো শুনেছেন শেন মিকম্যান এবং WWE এর মধ্যে চলা ঝামেলার ব্যাপারে। যারা জানেন না তাদেরকে বলে দেই রয়্যাল রাম্বালের পরেই নাকি শেনকে রিলিজ করে দেওয়া হয়, কারণ হিসাবে মনে করা হচ্ছে রয়্যাল রাম্বালের প্রোডিউসার হিসাবে ব্যর্থতা এবং স্ক্রিপ্টের উপর বেজায় হস্তক্ষেপ।


শেনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে রয়্যাল রাম্বালে নিজেকে স্পটলাইটে আনার জন্য তিনি অনেক রেসলারের বুকিং খারাপ করেন। এমন রিউমর শোনা গেছে যে শেন নাকি রাম্বাল ম্যাচে ১ নম্বর স্থানে প্রবেশ করতে চেয়েছিলেন যাতে নিজেকে হাইলাইট করা যায় কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি এবং শেন শেষের দিকে প্রবেশ করেন।

রিলিজের পর শেন নতুন রেসলিং কোম্পানি খুলছেন?

ট্রিপল এইচ - এনার ব্যাপারে জানেনা এরকম রেসলিং ফ্যান পাওয়া দুঃসাধ্য কাজ কিন্তু দ্যা গেমের ব্যাপারে কথা বলতে গেলেই মাথাতে আসে অন্য রেসলারদের ক্যারিয়ার ধ্বংস করার কথা। আমরা সবাই জানি যে দ্যা গেম এককালে WWE তে একাই রাজত্ব করতো এবং তার পথে যারাই আসতো তাদেরকেই বারি করে দেওয়া হতো বা স্পটলাইট থেকে সরিয়ে দেওয়া হত। কিন্তু অনেক ফ্যানই হয়তো জানেনা যে ট্রিপল এইচ বেশ কয়েকজন রেসলারের ক্যারিয়ারও তৈরি করে দিয়েছে।

দ্যা রক, স্টিভ অস্টিন, দ্যা আন্ডারটেকার, হাল্ক হোগেন, শন মাইকেল ইত্যাদি লেজেন্ডদের সঙ্গে সমসাময়িক ট্রিপল এইচ অ্যাটিটিউড এরার পরে রুথলেস আগ্রেশন এরা এবং পরবর্তীতে পিজি এরার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ট্রিপল এইচের তৈরি করা সেরা ৫ রেসলার!

বিঃদ্রঃ এই পোস্টে লেখা সমস্ত তথ্য লেখকের একান্ত মতামত, আমাদের তরফে কোন তথ্যের ক্রেডিট বা দায়িত্ব নেওয়া হচ্ছে না। পোস্টটি বৃহতাকার হলেও অতি গুরুত্বপূর্ণ, তাই একবারে না পারলে কয়েকবারে পড়ুন।

কটা বড় পোস্ট নিয়ে আবারো লেখার ইচ্ছা হলো। এবারের পোস্টটা ক্লিক (Kliq) নিয়ে। যারা এই ব্যাপারে খুব পরিস্কারভাবে জানেন না, তাদের জন্য ক্লিকের ব্যাপারে আগে একটু বিষদ বলে নেই। ক্লিক হলো পেশাদার রেসলারদের নিয়ে একটা গ্রুপবিশেষ, যারা নিজেদের স্বার্থে রেসলিং কোম্পানিতে একটা রেভোলিউশন জাতীয় করেছিলো, এবং রেসলিং ইন্ডাস্ট্রি কিছুটা লাভ, এবং ভয়াবহরকম ক্ষতির সম্মুখীন হয়েছিলো এদের একতাবদ্ধতার ফলস্বরূপ; যার প্রমান এখনো পাওয়া যায়।

ক্লিকের এইসব রেসলারেরা ছিলেন যথাক্রমে শন মাইকেলস, ট্রিপল এইচ, কেভিন ন্যাশ, স্কট হল, শন ওয়ালটম্যান, প্রমুখ। ক্লিকের ইতিহাস হলো প্রো-রেসলিং জগতের সবচেয়ে নিন্দনীয় ইতিহাসের একটি, যার ভেতরে মন্ট্রিয়ল স্ক্রিউজবসহ আরও অনেক ঘটনাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ক্লিকের গঠন ও বিচরন বিস্ময়করভাবে প্রো-রেসলিং ইতিহাসের অনেক মাইলফলকের প্রত্যক্ষ কারন, আবার অনেক অঘটনের নেপথ্য মাধ্যমও বটে।

এখানে অনেকের অনেক প্রিয় রেসলার বা পারসোনালিটি সম্পর্কে হয়তো অনেক ঘৃণ্য তথ্য জানা যাবে, সেক্ষেত্রে আমি চাই, প্রকৃত সত্যটা সবাই জানুক, আমাদের প্রিয় রেসলারেরা সবসময়েই আমাদের মনোরঞ্জন করেন, তবে প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে পৃথক, আমাদের মতো তাদেরও সবারই কিছু ব্যক্তিগত ব্যাপার আছে যেগুলো তারা চান না কেউ জানুক। আসুন জেনে নেই, ক্লিক ও তাদের এসব ইতিহাস সম্পর্কে।

The Kliq : রেসলিং ইন্ডাস্ট্রির গোপন ইতিহাস


রেসলিং ফ্যানেদের মধ্যে সকলেরই জানার ইচ্ছা থাকে তাদের প্রিয় রেসলার বা তাদের প্রতিপক্ষ ঠিক কত টাকা আয় করে, তাই আজকে নিয়ে এলাম WWE এবং AEW রেসলারদের বার্ষিক আয় এবং তাদের ব্রান্ড সম্পর্কিত তথ্য।

বেশিরভাগ রেসলারদের সঙ্গেই কোম্পানির দীর্ঘস্থায়ী চুক্তি করা থাকে, সাধারনত কোন রেসলারের ট্যালেন্টের কথা বিচার করে ১ থেকে ১০ বছরের চুক্তি করা হয়। এই কন্ট্রাক্টের সঙ্গে রেসলারেরা বার্ষিক বেতন, মার্চেন্ডাইস বিক্রির অংশ এবং পরিবহনের খরচ পায়। একজন সাধারণ রেসলার গড়ে  ৫ লাখ থেকে ১০ লাখ ডলার পর্যন্ত আয় করে থাকে।

আপনাদের সুবিধার্থে মিলিয়ন বা বিলিয়নের পরিবর্তে আমাদের এখানে প্রচলিত অঙ্কে আয়ের রাশি দেওয়া হয়েছে, প্রতিটি রাশিই আমেরিকান ডলার বা USD তে দেওয়া আছে। উল্লেখ্য, বর্তমানে Covid-19 চলাকালীন পরিস্থিতিতে অনেক রেসলারকে কোম্পানি থেকে রিলিজ করে দেওয়া হয়েছে বা হচ্ছে, ফলে কিছু রেসলার চুক্তির আওতায় নাও থাকতে পারে।

রেসলারদের বার্ষিক আয় ২০২২!


আসল নাম

Leati Joseph Anoa'i

জন্মদিন

২৫ মে, ১৯৮৫

জন্মস্থান

Pensacola, Florida, US

বাসস্থান

Tampa, Florida, US

উচ্চতা

৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মি)

ওজন

১২০ কেজি (২৬৫ পাউন্ড)

ট্রেনারস

Afa Anoa'i, Sika Anoa'i, FCW

অভিষেক

১৯ আগস্ট, ২০১০


১৯৮৫ সালের ২৫ শে মে -তে আমেরিকার ফ্লোরিডার পেনসাকেলোর Anoai পরিবারে জন্মগ্রহন করেন বর্তমানের জনপ্রিয় রেসলার Leati Joseph 'Joe' Anoai, যিনি রোমান রেইন্স নামে সমধিক পরিচিত। বন্ধু মহলে তাকে Joe Anoai নামেই ডাকা হয়।

WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রোমান একজন আমেরিকান পেশাদার কুস্তিগীর এবং Canadian Football টীমের ডিফেন্সিভ ট্যাকেল এর প্রাক্তন ফুটবল খেলোয়াড়। তার ওজন ১২০ কেজি ও উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। তিনি WWE তে যোগ দেন Anoa'i তথা Samoan-American পরিবারের রেসলিং ভবিষ্যত বজায় রাখতে। বর্তমানে তিনি WWE তে ৬ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।

ROMAN REIGNS : রোমান রেইন্স

 

TNA, আমাদের প্রায় সবারই এই সম্পর্কে জ্ঞান আছে। TNA এর পূর্নরূপ হচ্ছে "Total Nonstop Action"। এটা WWE এর মতই একটা রেসলিং কোম্পানি যেখানে বিভিন্ন রেসলাররা রেসলিং করেন। এখানে ক্লিক করে TNA এর সংক্ষিপ্ত ইতিহাস দেখে আসতে পারেন।


TNA স্থাপন করেছেন প্রাক্তন WWE সুপারস্টার Jeff Jarret এবং Jerry Jarret। তারা দুজনে মিলে ২০০২ সালে প্রতিষ্ঠানটি স্থাপন করেন। তারপর থেকেই তারা এই কোম্পানিকে অনেক বড় করে তুলেছিলেন। কিছু সময় পূর্বেও এটি WWE এর পরেই স্থান পেত, যদিও বর্তমানে এই কোম্পানির অস্তিত্ব সঙ্কটের মুখে এবং AEW এর মতো প্রমোশন এর জায়গা নিয়ে নিয়েছে। সে যাই হোক, এই কোম্পানিতেও রেসলিং করেছেন বিখ্যাত সব রেসলাররা। আমরা উপভোগ করেছি সেরা সেরা সব ফিউড এবং ম্যাচ। TNA এর ইতিহাসেও রয়েছে সেরা সব রেসলার। আমি আপনাদের সামনে তুলে ধরব TNA ইতিহাসের সেরা সব রেসলারদের মধ্যে থেকে আমার মতে শ্রেষ্ঠ ১০ জনকে :

সেরা ১০ জন TNA রেসলার!

আসল নাম

Randal Keith Orton

জন্মদিন

১ এপ্রিল, ১৯৮০

জন্মস্থান

Knoxville, Tennessee, US

বাসস্থান

St. Charles, Missouri, US

উচ্চতা

৬ ফুট ৫ ইঞ্চি (১.৯৬ মি)

ওজন

১১৩ কেজি (২৫০ পাউন্ড)

ট্রেনার

Bob Orton জুনিয়র

অভিষেক

১৮ মার্চ, ২০০০


রেসলিং বিজনেসে একটি কথা মুখে মুখে প্রচারিত হতে হতে ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে, সেটি হলো, "যদি আপনি একেবারে শূন্য থেকে একটি নিখুঁত প্রোফেশনাল রেসলার বানান, তবে আপনি খুব সম্ভবত Randy Orton কেই বানাবেন।" প্রো রেসলিং ইতিহাসের সবচেয়ে প্রকৃতি প্রদত্ত প্রতিভাসম্পন্ন রেসলারদের সংক্ষিপ্ত তালিকায় খুব সহজেই থাকবেন Randy Orton!

আসল নাম Randal Keith Orton হলেও সে Randy Orton, The Legend Killer, The One Man Dynasty, The Viper, Apex Predator অ্যান্ড The Face of the WWE নামেও পরিচিত। যদিও এই বিজনেসে তার প্রভাব বা যাকে বলে "ইমপ্যাক্ট" তার সমসাময়িক অন্যান্য মেগাস্টারদের চেয়ে বেশি না, কিন্তু দিনশেষে এটাই সত্যি যে Randy Orton এর ট্যালেন্ট এদের সকলের চেয়েই বেশি।

অরটনের মধ্যে যে বিষয়টা প্রথম থেকেই ফুটে উঠেছিল সেইটা হলো তার অ্যাগ্রেসিভ ইন রিং অ্যাটিচিউড এবং হিল ক্যারেক্টার প্লে করার সক্ষমতা। যেটা তাকে পরবর্তিতে WWE এর অন্যতম হিল রেসলার হিসেবে সফলতা দিয়েছে।

তার ইনরিং ক্যারিজমার কারনে তিনি নিজের যোগ্যতা বলে হয়েছিলেন সবচেয়ে তরুণ World Heavyweight Champion! অরটনের ইন রিং স্কিল নিয়ে বলার তেমন কিছু নেই। কেননা তার রিং স্কিলে অ্যাবিলিটি কেমন সেইটা আপনারা জানেন। তবে রিং স্কিলের মধ্যেও তার এমন কিছু দিক রয়েছে যা প্রো রেসলিং থেকে এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য More Than Enough!

অরটন ২০০২ সালে ডেবিউ করে তৎকালীন World Wrestling Federation (WWF) এ। রেসলিং ট্রেনিং নিয়েছে নিজের বাবা “Cowboy” Bob Orton, South Broadway Athletic Club আর Ohio Valley Wrestling থেকে। ফিনিশিং মুভ হিসাবে RKO ইউস করলেও সাথে তার আগের Super RKO, Running Punt Kick আর O-Zone -ও আছে।

RANDY ORTON : র‍্যান্ডি অরটন

আসল নাম

Kurt Steven Angle

জন্মদিন

৯ ডিসেম্বর, ১৯৬৮

জন্মস্থান

Allegheny, Pennsylvania, US

বাসস্থান

Pittsburgh, Pennsylvania, US

উচ্চতা

৬ ফুট (১.৮৩ মি)

ওজন

১০০ কেজি (২২০ পাউন্ড)

ট্রেনার

Dory Funk জুনিয়র

অভিষেক

২০ আগস্ট, ১৯৯৮

অবসর

৭ এপ্রিল, ২০১৯


"দ্যা রেসলিং মেশিন" এই নাম বা এই উপাধির জন্য বিন্দু পরিমাণ সংকোচ না রেখে, এই বিশেষণে বিশেষায়িত করা যায় এমন একজন রেসলার হলেন কার্ট এঙ্গেল। রেসলিং ক্যারিয়ারে কার্ট এখন পর্যন্ত WWE, TNA, ECW, WCW ও NJPW সহ বিভিন্ন কোম্পানিতে খেলেছেন এবং ইতিহাসে কার্টই একমাত্র প্রফেশনাল রেসলার যে কিনা WWE, WCW, TNA, এবং IWGP World চ্যাম্পিয়নশিপ সহ মোট ১০টিরও বেশি ভিন্ন প্রো-রেসলিং চ্যাম্পিয়নশিপ জিতেছে

কার্টের Agility, Athleticism প্রফেশনাল রেসলিংকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। সে রেসলিং জগতে পদার্পণ করে ১৯৯৬ সালে। ফ্রি-স্টাইল রেসলিং এর জন্য ১৯৯৫ সালে জিতেছিল অলিম্পিক গোল্ড মেডাল এবং ১৯৯৬ সালের Summer Olympic এ জিতেছিল গোল্ড মেডাল। এছাড়া MMA-তেও তার দক্ষতা আছে।

কার্ট WWF/E-তে সে মোত ৮ টি ভিন্ন চ্যাম্পিয়নশিপ জিতেছে যার মধ্যে ছিল WWF/E চ্যাম্পিয়নশিপ, World হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, WCW চ্যাম্পিয়নশিপ, WCW ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ, WWF হার্ডকোর চ্যাম্পিয়নশিপ, WWF ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, WWF ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ও WWE ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। এছাড়া সে TNA-তে জিতেছে TNA World হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (রেকর্ড ৬বার), TNA World ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ও TNA X ডিভিশন চ্যাম্পিয়নশিপ। সে ২০১৩ সালের TNA Hall Of Famer। এছাড়া IWGP হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছে ১ বার।

KURT ANGLE : কার্ট অ্যাঙ্গেল


WWE এর ইতিহাসে সর্বকালের সেরা রেসলার কে এই বিষয়ে আলোচনা হলেই সর্বপ্রথম যেই নামটি অনেকের মুখে আসে সেই নামটি হলো "The Undertaker"। কেন তাকে অনেকেই WWE এর ইতিহাসে সর্বকালের সেরা রেসলার হিসেবে বিবেচনা করে। টাইটেল এর দিক থেকে তো তিনি অনেক সাধারণ একটি ক্যারিয়ারই কাটিয়েছেন, তবে কেন তিনি সর্বকালের সেরা রেসলার হিসেবে বিবেচিত হচ্ছেন? আশা করি এই বিষয়ে আমার আপনাদের নতুন করে তেমন কোনো কিছু বলার দরকার নেই। আমরা সবাই তা জানি। তার মত নিঁখুতভাবে অন্য কোনো রেসলার কখনো নিজের গিমিক প্লে করতে পেরেছেন কিনা আমার তা জানা নেই। হ্যাঁ হয়তো অনেকেই অনেক ভালো গিমিক নিয়ে অতীতে কাজ করেছেন এবং বর্তমানে ও করছেন, কিন্তু গিমিক প্লে এর দিক দিয়ে The Undertaker এর মত এই প্রো-রেসলিং জগতে শুধু একজনই রয়েছেন এবং তিনি হলেন Undertaker নিজেই। 💜

তার এই "The Undertaker" গিমিকটাকে আরো আকর্ষণীয় করতে সাহায্য করেছে একটি ঐতিহাসিক স্ট্রিক। মূলত বলতে গেলে Undertaker এর সাফল্যের আরেকটি বড় অংশ হলো তার এই স্ট্রিক।

The Undertaker তার ক্যারিয়ারের শুরু থেকে Wrestlemania তে জয়ের একটি অসাধারণ স্ট্রিক তৈরী করেছিলেন যা আজ পর্যন্ত WWE এর ইতিহাসে অন্য কোনো রেসলারের পক্ষে করা সম্ভব হয়নি এবং হবে বলেও মনে হয়না। ১৯৯১ সাল থেকে শুরু করে ১৯৯২ ও ২০০০ সাল বাদে ২০১৩ পর্যন্ত প্রত্যেক বছর WWE এর সবচেয়ে বড় পিপিভি " Wrestlemania " তে অংশগ্রহণ করে শুধু ম্যাচই খেলেননি বরং প্রত্যেকটা ম্যাচে জয়লাভ করেছেন The Undertaker, তার এই জয়ের ধারাই "The Streak" নামে পুরো রেসলিং বিশ্বে পরিচিত।

যখন থেকে তার Wrestlemania তে এই স্ট্রিক শুরু হয়েছিলো তখন প্রথমেই এই বিষয়ে তেমন একটা আলোচনা হয়নি। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ উপলব্ধি করতে পারে যে The Undertaker কে Wrestlemania তে পরাজিত করা সম্ভব হচ্ছেনা এবং তার জয়ের ধারা চলমান রয়েছে। তখন থেকেই সবার মাঝে এই আলোচনা শুরু হয় যে কে হবে সেই ব্যাক্তি যে থামাবে Undertaker এর Wrestlemania এর এই জয়ের প্রবাহ। কার দ্বারা ভাঙ্গবে এই স্ট্রিক? কিন্তু কারো পক্ষেই তখন সেটা করা সম্ভব হচ্ছিলোনা। সময়ের সাথে সাথে এই স্ট্রিক Undertaker এর ক্যারেক্টারকে আরো ডার্ক করে তুলছিলো। Wrestlemania এর কথা বললেই তখন মানুষের মাথায় Undertaker এর স্ট্রিক এর চিন্তা আসতো। কিভাবে শুরু হয় তার এই স্ট্রিক এবং এর সমাপ্তি কিভাবে হয়?

আসুন এবার তার স্ট্রিক এর ব্যাপারে একটু বিস্তারিত জানা যাক।

দ্যা আন্ডারটেকারের লেজেন্ডারি স্ট্রিক


প্রফেশনাল রেসলিংয়ের সবচেয়ে বড় কোম্পানি হলো WWE। তেমনি এটি একটি প্রাচীন প্রমোশনও বটে। WWE তার সুদীর্ঘ ইতিহাসে আমাদের চিরকাল মনে রাখার মতো অনিন্দ্যসুন্দর কিছু মূহুর্ত উপহার দিয়েছে, যার কোনোটি সুখকর, কোনোটি হাস্যরসাত্মক, আবার কোনোটি বেদনাদায়ক। এসব চিরস্মরণীয় মূহুর্তগুলো থেকে সেরা ১০টি সম্পর্কে আজ আমি আলোচনা করতে যাচ্ছি।


• (10) WWF DEBUT OF CHRIS JERICHO:


সালটা ১৯৯৯। অনেক সপ্তাহ ধরে টাইটেন্ট্রনে দেখা যাচ্ছিল একটি ঘড়ি, যেটার নাম দেওয়া হয়েছিল "Countdown to the New Milennium"। তারপর আসলো আগস্টের ১০ তারিখ। যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগো শহরে অনুষ্ঠিত হচ্ছিল Raw is War। রিংয়ের ভেতরে ছিলেন ক্যারিজম্যাটিক সুপারস্টার The Rock। Rock একটি প্রমো কাটছিলেন Big Show -কে নিয়ে। এমন সময় বিগ স্ক্রীনে দেখা গেলো Milennium ঘড়িটাকে! কাউন্টডাউন শুরু হলো... ১৬..১৫..১৪... Rock সহ সবাই উৎসুক হয়ে উঠলো কি হয় দেখতে। ৫..৪..৩..২..১..০.. এরিনার আলো নিভে গেলো। আর রহস্যময়ভাবে লাল, নীল, সবুজ ইত্যাদি আলো জ্বলা নেভা শুরু করলো। এবার একদম সবকিছু অন্ধকার হয়ে গেলো। তারপর বুম... পাইরো জ্বলে উঠলো। "BREAK THE WALLS DOWN" বেজে উঠলো। IT'S JERICHO!!! সাবেক WCW World Television Champion CHRIS JERICHO!! বিশাল পপ দিলো দর্শকরা! আলো আলো ফিরে আসলো আর স্টেজের মাথায় দেখা গেলো পেছন ফিরে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন Chris Jericho! ডান হাতে একটি মাইক। অবাক হয়ে কাণ্ড দেখেছিলেন Rock। "Welcome to RAW IS JERICHO!" এবার সামনে ফিরলেন Jericho।

WWE ইতিহাসের সেরা ১০ টি মুহূর্ত!


প্রো রেসলিং এর একটি অবিচ্ছেদ্য অংশ হলো ম্যানেজার। আরও নির্দিষ্ট করে বলতে গেলে হিল ম্যানেজার। এই ধারা বর্তমানে প্রায় বিলুপ্তির মুখে পড়ে গেলেও একসময় রেসলিং এ রাজত্ব করতেন এই হিল ম্যানেজাররাই। যদি শ্রেষ্ঠ হিল ম্যানেজারদের কথা আসে তবে অবধারিতভাবে দুটো নাম নিঃসন্দেহে আসবেই, Bobby ‘The Brain’ Heenan এবং Paul Heyman. তবে এদের পথিকৃৎ ছিলেন কারা? কাদের তৈরিকৃত ভিত্তিপ্রস্তরের উপরে নির্মিত হয়েছে হিল ম্যানেজারদের গৌরবময় ইতিহাস? তাদের কথাই বলব আজ। জেনে নিব তিন কিংবদন্তী হিল ম্যানেজারদের ব্যাপারে, যাদের দেখলে বেবিফেইস রেসলারদের আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম হতো। এই তিনজন হলেন 'Captain' Lou Albano, The Grand Wizard of Wrestling এবং ‘Classy’ Freddie Blassie. একত্রে এদেরকে ব্যাকস্টেজে বলা হতো "Three Wise Men Of The East" অথবা "The Triumvirate Of Terror"!

একে একে এদের কথা বলার আগে ওই সময়ের পটভূমি জেনে নেওয়া জরুরী। কারণ, বর্তমানের প্রো রেসলিং এর সাথে মৌলিক কিছু পার্থক্য ছিলো তখনকার। এখন যেমন সবাই প্রো রেসলিং এর লুকানো সত্যটা অর্থাৎ এর স্ক্রিপ্টেড প্রকৃতির কথা জানে, তখন কিন্তু তা ছিলো না। এখন প্রো রেসলিং এর মূল লক্ষ্য দর্শকদের আমোদিত করা বা বিনোদিত করা। কিন্তু ইতিহাসের সেই সময়ে ফিরে গেলে আমরা দেখবো প্রো রেসলিং ছিলো মানুষকে ধোঁকা দিয়ে যত সম্ভব টাকা হাতিয়ে নেওয়ার এক ব্যবসা। কিভাবে? প্রথমে আমরা হিল রেসলারের কথা চিন্তা করি। সে তার প্রতারণামূলক কাজকর্মের মাধ্যমে দর্শকদের রাগান্বিত করে তুলতো। তার কাজই ছিলো এটা দেখানো যে ফেইস রেসলার একজন রেসলার হিসেবে তার থেকে ভালো। কিন্তু তাও তার ধূর্তামির কারণে সেই ফেইস রেসলারই মার খাচ্ছে। দুটো জিনিস হাসিল হয় এই হিল রেসলার দিয়ে। দর্শক হিল রেসলারকে মার খেতে দেখতে চান এবং দর্শক ফেস রেসলারের প্রতি সহানুভূতিশীল হন। ফলাফল কি দাঁড়ায়? ওই দিন যদি হিল রেসলার তার পাওনা মার না খায় তবে দর্শক তাকে মার খেতে দেখতে ঠিকই আবার পরেরবার টিকেট কিনে ঢুকবেন। প্রো রেসলিং এর মূল লক্ষ্যও এটিই।

'Three Wise Men Of The East' বা আতঙ্কের ত্রিমূর্তির ব্যাপারে জেনে নিন।


আমি আমার এই পোস্টে আপনাদেরকে এমন কয়েকজন WWE রেসলার সম্পর্কে জানাবো যারা WWE এর Ring এ রেসলিং করার সময় Poop(হাগু) করে। আপনারা যদি এই পোস্ট পড়ার সময় কিছু খেতে থাকেন তাহলে আপনাদেরকে খেতে মানা করবো৷ কারণ আমি চাই না আমার কারণে আপনাদের কারো খাওয়া নষ্ট হোক। আর অবশ্যই পোস্ট পড়ার পরে ছোট করে কমেন্ট করে যাবেন। আপনাদের ছোট রিয়েক্টশনই আমাদেরকে লেখার আগ্রহ দেয়। তো চলুন দেরি না করে সেই হাগুর গল্পগুলো শোনা যাক। 

💩 CM Punk :  

2013 সালের দিকে CM Punk এর পেটে এক প্রকার Infection হয়। কিন্তু তাকে সব Infection নিয়ে রেসলিং চালিয়ে যেতে হয়। কিন্তু সেই Infection এর কারণে তার শরীরে অনেক ব্যথা হতো এবং এসব কারণে তাকে প্রচুর পরিমাণ Painkiller ও  Antibiotics খেতে হতো। আর আপনারা হয়তো জানেন যে প্রচুর পরিমাণ Antibiotics আর Painkiller গ্রহণ করলে স্বাভাবিক এর চেয়ে বেশি পরিমান টয়লেট ব্যবহার করতে হয়। 

এইসব অবস্থা নিয়ে রেসলিং চালিয়ে যেতে থাকে Punk। কিন্তু ২০১৩ সালের ৬ ডিসেম্বর Smack Down এ বর্তমান AEW Champion Jon Moxley ( তৎকালীন Dean Ambrose) এর সাথে ম্যাচ খেলার সময় Punk তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর নিজের প্যান্টের মধ্যেই কাজ সেরে ফেলে। 

তখন Dean যখন Punk এ Roll কে পিন করার চেষ্টা করে তখন সে কিছু একটার গন্ধ পায়। তখন তার ফেস এর রিয়েক্টশন পুরোপুরি বদলে যায়। হয়তো তার হাত সেই ভেজা স্থানে গিয়েছিল। তখন Dean এর কেমন ছিল তা উপরের ছবি গুলোতে দেখতে পারেন। 

কিন্তু Punk এইসব ঘটনা নিয়ে অনুতপ্ত ছিলেন না, বরং তিনি সেটাকে একটা উদাহরণ হিসাবে দেখান যে WWE তার স্বাস্থের প্রতি কেমন অবহেলা দেখাতো। 🤐

💩 Yokozuna :

Yokozuna ছিলেন WWE ও পুরো রেসলিং জগতের মধ্যে সবচেয়ে বেশি ওজনের অধিকারী। তার ওজন ছিল ৬০০পাউন্ড এর বেশি। আর তিনি তার ওজন ধরে রাখার জন্য প্রচুর পরিমাণ খাবার খান। এক ইন্টারভিউ এ তার Advocate Mr. Fuji বলেন যে Yokozuna এর দৈনিক খাবারের তালিকায় 200 টি ডিম, ১২ টি মুরগি ও ৫ ব্যাকেট জাপানি ভাত থাকে। তাহলে ভাবুন তিনি কোন সাইজের টয়লেটের প্যান ব্যবহার করতেন।

যাইহোক India তে এক Tour এ এসে Yokozuna একপ্রকার মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত হন। কিন্তু তিনি তার ম্যাচ খেলার সিদ্ধান্তে অটল থাকেন। উল্লেখ্য যে তার ম্যাচ ছিল The Hitman Bret Hart এর সাথে। ম্যাচের সময় Yokozuna যখন Hart কে Second Rope থেকে তার ফিনিশার Banzai Drop হিট করতে যায় তখন Hart উপরে তাকিয়ে দেখে Yokozuna এর প্যান্ট ভিজে বাদামি রঙের হয়ে আছে। তখন Hart তার জিবনের সর্বোচ্চ গতিতে সেখান থেকে সরে যায় আর নিজের সৌভাগ্যে সে বেচে যায়। কিন্তু Ring এর ম্যাট এর ভাগ্য হয়তো তেমন ভালো ছিল না। ম্যাচের পরে দেখা যায় রিং এর কোণা Yokozuna এর হাগুতে একদম মাখিয়ে আছে।😭

তারপরে Bret Hart একটা Interview ডাকেন এবং সেখানে সবাইকে সেই ঘটনা বিস্তারিত জানিয়েছিলেন। 😖

💩 Stone Cold Steve Austin :

কি!?! The Gretest of All Time The Rattle Snake Stone Cold Steve Austin ম্যাচ খেলার সময় তার প্যান্টের মধ্যে Poop (হাগু) করে!?! 

হ্যাঁ, এটা অনেকের কাছে খুব Surprising হবে আর অনেকে হয়তো মানবেনও না কিন্তু এটা সত্যি যে Steve Austin তার প্যান্টের মধ্যে Poop করে। ১৯৯৬ সালের South Africa তে এক লাইভ ইভেন্টে Steve Austin vs Yokozuna ম্যাচে এই ঘটনাটি ঘটে। ( Yokozuna এর Poop এর মধ্যে ভালো সম্পর্ক করেছে। তারা সবসময়ই পাশাপাশিই থাকে।)

ম্যাচের মধ্যে Yokozuna, Austin কে একটি Shoulder Slam হিট করে আর Yokozuna এর Slam এর প্রভাব সহ্য করতে না পেরে Austin তার প্যান্ট এর মধ্যে Poop করে দেয়। কিন্তু তখন ব্যাপক Fan Reaction আর Austin এর কালো মোটা প্যান্টের জন্য কেউ কিছু অনুমান করতে পারে নি। কিন্তু পরে Austin কে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে সবকিছু পরিষ্কার ভাবে জানায়।

💩 Tommy Dreamer :

ECW এর Heart & Soul নামে পরিচিত Tommy Dreamer ও রেসলিং ম্যাচ খেলার সময় রিং এ Poop (হাগু) করেন। Smack Down এর এক Episode এ Mark Henry এর সাথে ম্যাচ খেলার সময় তার সাথে এই দূর্ঘটনাটা ঘটে। কিন্তু ম্যাচের সময় Tommy কিছু বুঝতে পারেন নি। পরে যখন তিনি তার Locker Room Bathroom এ যান, তখন তিনি সব কিছু বুঝতে পারেন।

তারপরে তিনি তার ডাক্তারের কাছে ঘটনাটি বলেন এবং তার কারণ জানতে চান। তখন ডাক্তার বলেন যে Mark Henry এর World's Strongest Slam এর চাপ সহ্য করতে না পেরে তিনি সেখানেই Poop করে দেন।

💩 John Cena :

আপনি যতই সেরা হন না কেন, আপনিও এইরকম সমস্যায় পড়তে পারেন। ২০১৭ সালের Total Divas এর এক এপিসোডে সিনা স্বীকার করে যে তিনি রিং এ Poop ( হাগু) করেন। 

WWE এর এক হাউস শো তে Scott Stainer এর সাথে ম্যাচ খেলার সাথে সিনা Poop করে। ম্যাচের আগের দিন থেকেই Cena Food Poisoning এ ভুগছিলেন। কিন্তু তিনি ম্যাচ কগেলার জন্য রাজি হন। 😶

ম্যাচে Scott সিনাকে একটা DDT হিট করে আর সিনা গড়িয়ে গড়িয়ে রিং এর বাহিরে চলে যান। তখন তিনি Time Keeper কে জিজ্ঞেস করেন " Where Should I Puke?" তখন Time Keeper রিং নিচে যেতে বলেন। তখন সিনা রিং এর নিচে যান আর Poop করেন। 

কিন্তু তিনি তার প্যান্ট নষ্ট করে ফেলেছিলেন। কিন্তু সেটা ম্যাচের সেই পর্যায় ছিল, তাই তিনি সেভাবেই ম্যাচ খেলেন। 

এটাই এই সিরিজের শেষ পোস্ট। এর পরে কোন সিরিজ নিয়ে লিখিবো তা কমেন্ট করে জানাবেন।🙂

•লেখক ঃ Sazíd Ahmméd Síam

ম্যাচ চলাকালীন Poop করেছেন যেসব রেসলার!


প্রতিযোগিতা সব সময় একটি ভালো জিনিস। সেটা যদি রেসলিং বিজনেসে হয় তাইলে সেটা আরো ভালো হয় রেসলিং ফ্যানদের জন্য। রেসলিং ফ্যানদের মধ্যে কারা বেশি প্রভাব খাটাতে পারবে, কাদের মার্চেন্ডাইস সেলিং বেশি হবে, কাদের শো বেটার হবে, কাদের রেটিং, ভিউয়ারশিপ বেশি হবে এই নিয়ে রেসলিং প্রমোশনগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে। গত দুই দশক ধরে রেসলিং ওয়ার্ল্ডে রাজত্ব করে আসছে WWE, একচেটিয়া রাজত্ব। তবে ২০১৯ সালে AEW এর জন্ম হওয়ার পর ফ্যানরা আবারো রেসলিং প্রমোশনগুলোর মধ্যে প্রতিযোগিতা দেখতে পাচ্ছে। আরো কয়েক বছর পর AEW ভালোভাবে প্রতিষ্ঠিত হলে WWE এর সাথে তাদের ওয়ার শুরু হয়ে যেতে পারে, এমনকি অনেকে AEW কে Monday Night War এর WWE মনে করে!

WCW এর কথা মনে আছে? ১৯৮৮ সালে এই রেসলিং প্রমোশনটি ক্রিয়েট করা হয়েছিলো। উপরে আমি যে রেসলিং বিজনেসে প্রতিযোগিতার কথা বলেছিলাম, সে প্রতিযোগিতা হয়েছিলো WWE ও WCW এর মধ্যে ৯০ এর দশকে, যেটা Monday Night War নামে পরিচিত। ৯০ এর দশকে একই দিনে অর্থাৎ সোমবার WWE ও WCW এর সাপ্তাহিক শো হতো। এই ওয়ার এর শুরুতে WCW ভালোভাবে এগিয়ে থাকলেও ওয়ার এর শেষে WWE এর ডমিনেশন দেখা যায় ও WCW এর পুরোপুরি ধবংস হওয়া দেখা যায়। তবে এমনটা কেন হয়েছিলো? কিভাবে WCW ধবংস হলো? WCW এর ধবংসের পিছনে অনেকগুলো ডার্ক কারণ কাজ করেছে, আজকে আমি এমনি WCW এর ১৮টি ডার্ক সিক্রেট তুলে ধরব। So Let's Start The Game!

WCW এর ১৮ টি ডার্ক সিক্রেট!


BWC এমন জায়গা যেখানে সবার ই নিজস্ব কিছু ভিন্ন ধর্মী পোস্ট থাকে। যে পোস্ট গুলো একজন রাইটারের পরিচয় বহন করে, তার ই মধ্যে একটি আমার লেখা এটি। ছোটো বেলা থেকেই Dragon Ball Z এর Brolly, Tekken এর Jinpachi এর মত দানবীয় কিন্তু কৌশলী, স্কিলফুল এনিম বা গেম ক্যারেক্টারের প্রতি আমার অন্যরকম একটা টান ছিল। যার কারণে Undertaker এর মত ডার্ক ক্যারেক্টার এর প্রতিও অন্যরকম একটা টান ছিল আমার। কিন্তু টান আর আবেগ দিয়ে তো আর পোস্ট হয়না না হওয়া যায় গ্রেটেস্ট লেজেন্ড। এসব হতে গেলে লাগে স্কিল, টেক্নিক, ক্যারিজমা, গোল্ড হার্টেড ইত্যাদি কিছু বৈশিষ্ট্য বা বিশিষ্ট গুণাবলী। আর আজকে বলবো প্রো রেস্লিং জগতের সেই Undead Wizard এর গল্প। একজন Grim Reaper এর গল্প যেকি না ছিল সবার থেকে আলাদা এবং এখনো আছেন। কেনো আছেন?

পোস্টের শিরোনাম দেখে ইতিমধ্যে সামান্য মাথায় ঢুকে গিয়েছে পোস্ট টি কাকে নিয়ে। Undertaker কে নিয়ে পোস্ট দিতে গেলে তার মহাকাব্য লিখতে গেলে সময় টা কম লাগবেনা। তাই সময় নষ্ট না করে শুরু করি সরাসরি। আচ্ছা, প্রো রেস্লিং ইতিহাসের সর্বকালের সেরা রেস্লার কে? মানুষ হিসেবে সকলের মত ভিন্ন। Kenta Kobaishi, Jushcin Liger, Mitsuaro Mishwa, Lou Thesz, Ric Flair কে অতীতের প্রো রেস্লিং এ রাজত্বের কারণে সেরা হিসেবে

The Undertaker -এর মাহাত্ম্য!